জাফর আলম,কক্সবাজার:
“শিশু থেকে প্রবীণ
পুষ্টিকর খাবার সর্বজনীন”
জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজার এর সম্মেলন কক্ষে আজ ৪ জুন ২০২৫- অনুষ্ঠিত হয়ে গেল “জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫” উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
এ উপলক্ষে আয়োজিত রচনা, চিত্রাংকন ও কুইজ- তিনটি ইভেন্টের দুই ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে নেন গোবিন্দ ভট্টাচার্য, নীলিমা দাস, শিহাব উদ্দিন, আব্দুল্লা, শাহারা জান্নাত ইকরা, তাওসিফ উল ইসলাম রাইয়ান, আহাদুল ইসলাম ও মাহফুজুর রহমান- যাদের প্রত্যেকেই জেলার বিভিন্ন বিদ্যাপীঠে অধ্যয়নরত ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থী।
শিশু-কিশোর, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদযাপিত এই আয়োজনের প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ সালাহ্উদ্দিন, জেলা প্রশাসক, কক্সবাজার।
জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিস কক্সবাজারের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে জেলার সর্বস্তরে পুষ্টিমান বৃদ্ধির কৌশল ও জনসচেতনতার সৃষ্টির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
০৪.০৬.২০২৫
Leave a Reply