June 22, 2025, 1:34 am

ঝিনাইগাতীতে ভিডব্লিবি’র ১৫০কেজি হারে চাল পেলো২২৯২পরিবার

Reporter Name
  • Update Time : Wednesday, May 28, 2025
  • 40 Time View

মো: রিয়াজ স্টাফ রিপোর্টার

শেরপুরের ঝিনাইগাতী পজেলার ৭ইউনিয়নে ২২৯২টি হত-দরিদ্র পরিবার ভিডব্লিবি’র ১৫০কেজি হারে পেলো চাল। গত শনিবার থেকে বুধবার পর্যন্ত দুটি কিস্তিতে স্ব-স্ব ইউনিয়নে এই চাল বিতরণ হয়।

এসব চাল বিতরণে পর্যবেক্ষণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল ও
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.আশরাফুল আলম।

ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান মো. শাহাদৎ হোসেন, ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, নলকুড়া ইউপি চেয়ারম্যান রুকুনুজ্জামান, গৌরীপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ, হাতীবান্ধা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ ক্রমে নিযুক্ত ট্যাগ অফিসারের উপস্থিতিতে প্রথম দফায় দুই মাসের বরাদ্দের ৬০কেজি এবং
দ্বিতীয় দফায় তিন মাসের ৯০কেজি হারে প্রাপ্ত চাল সুষ্টভাবে বিতরণ করা হচ্ছে।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সুত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর দেশে উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে ভিডব্লিবি’র কার্ডধারিদের ৬মাস চাল প্রদান বন্ধ ছিলো। পরবর্তীতে বর্তমান সরকার উক্ত চাল প্রদানের নীতিগত সিদ্ধান্ত নেয়ায় উপজেলার ৭টি ইউনিয়নের ২২৯২জন
ভিডব্লিবি’র কার্ডধারিদের মাঝে প্রতি মাসে ৩০কেজি হারে ৫মাসের বরাদ্দের ১৫০কেজি চাল প্রদান করা হচ্ছে।

ভিডব্লিবি’র কার্ডধারিরা হচ্ছে, ঝিনাইগাতী সদরে ৪৩০জন,
কাংশা ইউনিয়নে ৪৩৫জন,
নলকুড়া ইউনিয়নে ৩৫৩জন,
ধানশাইল ইউনিয়নে ৩০৬জন,
গৌরীপুর ইউনিয়নে ২৩০জন,
হাতীবান্ধা ইউনিয়নে ২২৩জন এবং মালিঝিকান্দা ইউনিয়নে ৩১৫জন সহ মোট ২২৯২জন।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল সুষ্ঠু ভাবে এসব চাল বিতরণ করায় সন্তুষ্ট প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories