June 22, 2025, 2:16 am

নন্দীগ্রামে সড়কদূর্ঘটনায় ঢালাই মিস্ত্রি নিহত, গুরুতর আহত ২

Reporter Name
  • Update Time : Saturday, May 24, 2025
  • 96 Time View

শেখ ফরিদ স্টাফ রিপোটার ঃ

বগুড়ার নন্দীগ্রামে মাইক্রবাসের ধাক্কায় এমরান হোসেন (১৭) নামের এক ঢালাই মিস্ত্রি নিহত হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৪ মে) সকালে বগুড়া-নাটোর মহাসড়কের ওমরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পদ্মপুকুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত ওই ব্যক্তি নন্দীগ্রাম পৌর এলাকার ফোকপাল গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বাড়ি থেকে কাজের উদ্দেশে ঢালাই এর গাড়িতে (ভটভটি) চড়ে যাচ্ছিলো বেশ কয়েকজন মিস্ত্রি। ওমরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন (পদ্মপুকুর) নামক স্থানে গাড়িটি খারাপ হয়ে যায়। সবাই গাড়ি থেকে নেমে গাড়িটি ঠিক করছিলেন।  অপরদিকে বগুড়া থেকে আসা নাটোরগামী একটি অজ্ঞাতনামা মাইক্রোবাস গাড়িটিকে (ভটভটি) ধাক্কা দিলে সে সড়কে ছিটকে পড়ে যায়, তখন মাইক্রোবাসের চাকা এমরান হোসেনের মাথার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মুত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত দুজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নির্মল শাহা বলেন, আমরা ঘটনাস্থল থেকে ওই লাশ উদ্ধার  করেছি। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে স্থানীয়রা। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories