“মাদক শুধু ব্যক্তিকে নয়, সমাজকেও ধ্বংস করে” -র্যাব-১৫ অধিনায়ক
তরুণদের শপথ : “মাদকের বিরুদ্ধে লড়ব, গড়ব সুন্দর সমাজ”
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ এর আয়োজনে উখিয়া থানার পালংখালী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল মাদকবিরোধী গণসচেতনতা সভা।
মাদকের ভয়াল থাবা থেকে দেশ ও সমাজকে রক্ষা এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে উদ্বুদ্ধ করতে র্যাব ফোর্সেসের মহাপরিচালকের দিকনির্দেশনায় এবং র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল মোঃ কামরুল হাসান (পিএসসি), আর্টিলারি এর সার্বিক তত্ত্বাবধানে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান। এছাড়া উপস্থিত ছিলেন ৬৪ বিজিবির উপ-অধিনায়ক, উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা দিতে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ফুটবল দলের অধিনায়ক মোবারক হোসেন এবং জনপ্রিয় সংগীতশিল্পী মালেক, যিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং সংগীত পরিবেশন করেন।
সভাপতির বক্তব্যে র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান বলেন“মাদক শুধু ব্যক্তিকে নয়, পরিবার ও সমাজকে ধ্বংস করে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, এজন্য প্রয়োজন সামাজিক প্রতিরোধ আন্দোলন।”
তিনি আরও বলেন “যদি কোনো পরিবারে কেউ মাদকাসক্ত হয় এবং আর্থিক ভাবে অসচ্ছল হয়, তবে র্যাব-১৫ এর সঙ্গে যোগাযোগ করুন। আমরা তার পুনর্বাসনের সম্পূর্ণ দায়িত্ব নেব।”
প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান বলেন “তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে। মাদক থেকে দূরে থাকতে হবে, নিজেকে ও সমাজকে আলোকিত করতে হবে।”
পরে শত শত শিক্ষার্থী একত্রে দাঁড়িয়ে পাঠ করে মাদকবিরোধী শপথ“মাদকের বিরুদ্ধে লড়ব, গড়ব সুন্দর সমাজ।”
সভায় বক্তব্য রাখেন নোঙ্গর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের নির্বাহী পরিচালক দিদারুল আলম, তিনি বলেন “মাদক কোনো বিনোদন নয়, এটি ধ্বংসের ফাঁদ। পরিবার-সমাজ সবাইকে সজাগ হতে হবে।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
সবশেষে পুরো মাঠে তরুণদের কণ্ঠে ধ্বনিত হয়—
“মাদক নয়, আলোর পথে বাংলাদেশ।”