মো: রাজিবুল ইসলাম বাবু,
নাটোর প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
স্থানীয় রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, ব্যারিস্টার পুতুলের প্রার্থিতা এলাকায় নতুন উদ্দীপনা ও রাজনৈতিক ভারসাম্য সৃষ্টি করবে। তরুণ ও নারী নেতৃত্বের প্রতি দলের এই আস্থা বিএনপির নির্বাচনী কৌশলকে আরও শক্তিশালী করবে বলেও মনে করছেন বিশ্লেষকরা।
দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এই আইনজীবী বর্তমানে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় রাজনীতিতে তিনি একজন শিক্ষিত, তরুণ ও পেশাজীবী প্রজন্মের প্রতিনিধিত্বকারী মুখ হিসেবে ইতোমধ্যেই পরিচিতি পেয়েছেন।
মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন,
দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি সেটি জনগণের আস্থা ও ভালোবাসা দিয়ে পালন করতে চাই। নাটোর-১ আসনের মানুষের অধিকার আদায়ে বিএনপি সবসময় পাশে ছিল, আগামীতেও থাকবে।”