সৈয়দ মহসীন হাবীব সবুজ, বিশেষ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলার ৮টি আসনের মধ্যে ৭টিতে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ তালিকা ঘোষণা করেন।
ঘোষিত তালিকা অনুযায়ী—
তবে টাঙ্গাইল-৫ (সদর) আসনের প্রার্থীর নাম এখনও প্রকাশ করা হয়নি। দলীয় সূত্রে জানা গেছে, এই আসনে একাধিক প্রার্থী থাকায় মনোনয়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কিছুটা সময় নিচ্ছে কেন্দ্রীয় উচ্চ নেতৃত্ব।
বিশ্বস্ত সূত্রের বরাতে জানা যায়, টাঙ্গাইল-৫ আসনে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন—এই দুইজনের মধ্য থেকে যেকোনো একজনকে শেষ পর্যন্ত মনোনয়ন দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় রাজনৈতিক মহলে এ ঘোষণার পর বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস ও কর্মচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।