নেত্রকোণা প্রতিনিধি মোঃ খান সোহেল
তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আওয়ামীলীগের পতন ঘটিয়েছে কারন তারা নির্বাচন চায়, একটি নির্বাচিত সরকার চায় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী।
আজ ৩ নম্ভেম্বর সোমবার দুপুরে নেত্রকোণা পৌর এলাকায় তারেক রহমান ঘোষিত ৩১দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করার সময় এমন মন্তব্য করেন তিনি।
এসময় তিনি আরও বলেন, যারা সংসদ নির্বাচনের আগে গণ-ভোট চায়, সংসদে পি-আর পদ্ধতি চায় তাদের কুকীর্তির কথা এদেশের মানুষ আজও ভুলে নাই।তারা মুক্তিযুদ্ধের সময় পরাজিত হয়েছিল ২৬সালের নির্বাচনেও পরাজিত হবে।
এসময় সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আরিফা জেসমিন নাহিন, বিএনপি নেতা আব্দুল্লাহ্ আল মামুন খান রনিসহ অন্যরা উপস্থিত ছিলেন।