রামু, নিজস্ব প্রতিবেদক: আল্লাহর অশেষ রহমতে উখিয়া থেকে উদ্ধার হয়েছে এক অপহরণকৃত শিশু — ছয় দিন পর আজ শুক্রবার রামুর কালাম পাড়ায় ফিরে এসেছে ওই শিশুটি। পরিবার, স্থানীয়রা ও পুলিশ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী শিশুটিকে রোহিঙ্গা ক্যাম্প থেকে টাকা বিনিময়ে উদ্ধার করা হয়।
পরিবার ও স্থানীয়রা জানান, রামু থেকে অপহরণ করা শিশুটিকে ফিরে পেয়ে পরিবারের সবাই আনন্দ-উল্লাসে ভেসে উঠেছে। উদ্ধারকাজে যারা সরাসরি সহযোগিতা করেছেন তাদের প্রতি পরিবার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং সকলের জন্য দোয়া চেয়েছেন। বিশেষভাবে পরিবার ধন্যবাদ জানিয়েছেন রামু থানার অফিসার ইনচার্জ জনাব আরিফ হোসেন, তদন্ত ওসি শেখ ফরিদ ও কক্সবাজার এস-পি সার্কেলকে। উদ্ধারে আরো অনেকে আন্তরিক সহযোগিতা ও সুপরামর্শ দিয়েছেন বলে পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষ ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভুক্তভোগী পরিবার রামু থানায় অপহরণকারীদের বিরুদ্ধে মামলা করেছে। রামু থানার ওসি (তদন্যান্য) আরিফ হোসেন এবং তদন্তে সহযোগিতা করা শেখ ফরিদ জানিয়েছেন, অপহরণ, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে — কেউ ছাড় পাবে না।
অপরদিকে সচেতন মহলের মধ্যে কিছু লোক অভিযোগ করেছেন যে উখিয়া টেকনাফ এলাকার রোহিঙ্গা ক্যাম্প থেকে কিছু ব্যক্তি অবৈধ ও বর্ণনার বাইরে কাজ করছে বলে, এবং স্থানীয়দের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া, অপহরণ ও ডাকাতি প্রতারণার ঘটনার কথা বলা হচ্ছে। এসব অভিযোগ পুলিশও গুরুত্বের সাথে তদন্ত করছে; তবু পুলিশ সূত্রে বলা হয়েছে এসব ধরনের অভিযোগ প্রকাশ করা হলেও প্রত্যেকটি ঘটনাকে নিরপেক্ষ ও আইনি পথে যাচাই-বাছাই করা হবে।
স্থানীয়রা পুলিশ প্রশাসনের দ্রুত ও বিচক্ষণ ভূমিকার প্রশংসা করেছেন। উদ্ধারকাজ ত্বরান্বিত করতে যে পরামর্শ ও সহায়তা এসেছে, তার জন্য সবাই আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।
পুলিশ ও প্রশাসন সকলকে অনুরোধ করেছেন যে: অপরিচিত কাউকে আশ্রয় বা আশ্রয় দেওয়ার বিষয়ে সতর্ক থাকুন; সন্দেহজনক কোন তথ্য পেলে দ্রুত নিকটস্থ থানায় জানাতে হবে, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা দ্রুত ব্যবস্থা নিতে পারে।