শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন
Headline :
2nd UN World Social Summit concluded with a commitment toward social protection. সারাদেশে নির্বাচনী হাওয়া বইছে, কেউ রুখতে পারবে না, প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম সামাজিক সুরক্ষার প্রতি অঙ্গীকার Commitment toward Social Protection.  রাজশাহী-৫ (পুঠিয়া- দুর্গাপুর) আসনে জামায়াতের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নেত্রকোনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সাথে দর্পণ টিভির প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তি: দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নতুন সম্ভাবনার দিগন্ত আইজিপির সঙ্গে আয়ারল্যান্ড এবং ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা স.ম নুর উন নবীর জানাজা সম্পন্ন, জানাজায় শোকার্ত মানুষের ঢল

রামু চৌমুহনী ষ্টেশন যানজট নিরসন কল্পে রামু উপজেলা প্রশাসনে অভিযান।


নুরুল ইসলাম সেলিম,কক্সবাজার।
রামু উপজেলার একমাত্র জনবহুল এলাকা হিসাবে সু -পরিচিত রামু চৌমুহনী ষ্টেশন। প্রতিদিন দেশ ও বিদেশি পর্ষটকরা কক্সবাজার আসলে রামুর বৌদ্ধ মন্দির সহ রাবারবাগান, নারিকেল বাগানসহ স্পট গুলো দেখতে আসলে যানজটের কারনে পড়ে বিড়ম্বনার পড়তে হয়। রামুবাসীর দীর্ঘ দিনের দাবী যানজটমুক্ত একটি শহর গড়ে তুলার জন্য।
চৌমুহনী ষ্টেশনের যানজট, পুতপাট সহ ঝুঁপড়ী দোকান গুলো ষ্টেশনের জায়গা দখলে নিয়ে সাধারন মানুষের ও ছাত্র-ছাত্রী, পথচারীদের চলা-ফেরা বিঘ্নিত হচ্ছে । একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা প্রতিনিয়ত টমটম,সিএনজি, অটো, রামু লাাইন,কক্স লাইন,জীপগাড়ি গুলোর যানজট সৃষ্টির কারণে দূর্ভোগ সৃষ্টি হওয়ায় রামু উপজেলা প্রশাসনের নজরে বিষয়টি আসলে রামু উপজেলা নিবার্হী অফিসার ইরফানুল হক চৌধুরীর নিদের্শে ৩রা নভেম্বর সকাল ১১ঘটিকার দিকে রামু উপজলা সহকারী কমিশনার (ভুৃমি) সৌরভ, কানগো ও সার্ভেয়ার মাহবুবুর রহমান, সহকারী হিরা পাল, রামু ভুমি অফিসের তহসিলদার জেসমিন আকতাার, রামু চৌমুহনী বনিক সমিতির সভাপতি রুহুল আমিন রকি,সহ পুলিশ, আনসার ব্যাটালিয়নের নেতৃত্বে চৌমুহনী পরিষ্কার – পরিচন্ন অভিযান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page