নুরুল ইসলাম সেলিম,কক্সবাজার।
রামু উপজেলার একমাত্র জনবহুল এলাকা হিসাবে সু -পরিচিত রামু চৌমুহনী ষ্টেশন। প্রতিদিন দেশ ও বিদেশি পর্ষটকরা কক্সবাজার আসলে রামুর বৌদ্ধ মন্দির সহ রাবারবাগান, নারিকেল বাগানসহ স্পট গুলো দেখতে আসলে যানজটের কারনে পড়ে বিড়ম্বনার পড়তে হয়। রামুবাসীর দীর্ঘ দিনের দাবী যানজটমুক্ত একটি শহর গড়ে তুলার জন্য।
চৌমুহনী ষ্টেশনের যানজট, পুতপাট সহ ঝুঁপড়ী দোকান গুলো ষ্টেশনের জায়গা দখলে নিয়ে সাধারন মানুষের ও ছাত্র-ছাত্রী, পথচারীদের চলা-ফেরা বিঘ্নিত হচ্ছে । একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা প্রতিনিয়ত টমটম,সিএনজি, অটো, রামু লাাইন,কক্স লাইন,জীপগাড়ি গুলোর যানজট সৃষ্টির কারণে দূর্ভোগ সৃষ্টি হওয়ায় রামু উপজেলা প্রশাসনের নজরে বিষয়টি আসলে রামু উপজেলা নিবার্হী অফিসার ইরফানুল হক চৌধুরীর নিদের্শে ৩রা নভেম্বর সকাল ১১ঘটিকার দিকে রামু উপজলা সহকারী কমিশনার (ভুৃমি) সৌরভ, কানগো ও সার্ভেয়ার মাহবুবুর রহমান, সহকারী হিরা পাল, রামু ভুমি অফিসের তহসিলদার জেসমিন আকতাার, রামু চৌমুহনী বনিক সমিতির সভাপতি রুহুল আমিন রকি,সহ পুলিশ, আনসার ব্যাটালিয়নের নেতৃত্বে চৌমুহনী পরিষ্কার – পরিচন্ন অভিযান করা হয়েছে।