কক্সবাজার জেলা শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত।
কক্সবাজার জেলা শিশু কল্যাণ বোর্ডের সভা আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি ও কক্সবাজারের জেলা প্রশাসক মো. আঃ মান্নান।
সভায় সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল আউয়াল ও মো. শফিউদ্দিন এবং প্রবেশন কর্মকর্তা উক্ত বোর্ডের সদস্যবৃন্দ ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনায় শিশু অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধ, শিশু-বান্ধব পরিবেশ সৃষ্টি এবং শিশু উন্নয়ন কার্যক্রম জোরদারকরণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ সময় কক্সবাজারে শিশুদের জন্য একটি “চাইল্ড হাব” বা তাবু স্থাপনের প্রস্তাব গৃহীত হয়, যেখানে শিশুরা নিরাপদ পরিবেশে শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে।
সভা শেষে জেলা প্রশাসক মহোদয়ের পক্ষে এডিসি জেনারেল মহোদয় শিশুদের কল্যাণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।