দেশের দারিদ্র বিমোচনে তরুণ উদ্যোক্তাদের অর্থনৈতিক অন্তভর্‚ক্তি একান্ত জরুরী।
তরুন উদ্যোক্তারা দেশের দারিদ্র বিমোচন কর্মসুচিকে প্রভাবিত করতে পারে।
চট্টগ্রাম ০১ নভেম্বর ২০২৫। চট্টগ্রাম কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তরুণ উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠানে বক্তারা দেশের দারিদ্র বিমোচনের লক্ষ্যে তরুণ উদ্যোক্তাদের অর্থনৈতিক অন্তভর্‚ক্তি জোড়দার করার দাবী জানান। তারা আরোও বলেন যে, বাংলাদেশেকে সত্যিকারের উন্নয়নশীল দেশ হিসাবে দেখতে হলে চীন,মালেশিয়া, দঃ কোরিয়ার মত অর্থনৈতিক কর্মসুচি হাতে নিতে হবে যেখানে তরুন, শিক্ষিত উদ্যোক্তারা অর্থনৈতিক কর্মকান্ডে সরাসরি জড়িত হতে পারে।
কোস্ট ফাউন্ডেশন এর এলাকার ব্যবস্থাপক মোঃ রুবেল হোসেন সংঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে জনাবা সালমা বেগম, জেলা মৎস কর্মকর্তা, জনাবা রোজিনা আক্তার, চট্টগ্রাম মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা পাঁচলাইশ, চট্টগ্রাম এবং মোঃ মেজবাহ উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা, পাহাড়তলী চট্টগ্রাম, অংশগ্রহনের পাশাপাশি চট্টগ্রাম জেলার বিভিন্ন অঞ্চল থেকে ২০ জন তরুণ, সফল ও সম্ভাবনাময় উদ্যোক্তা অংশগ্রহন করেন এবং তাদের অভিজ্ঞতা বিনয়িম করে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন কোস্ট ফাউেেন্ডশন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী জনাব আনোয়ার হোসেন।
মুল প্রবন্ধ উপস্থাপনায় আনোয়ার হোসেন বলেন কোস্ট ফাউন্ডেশন চট্রগ্রাম জেলায় দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে আসছে এবং তরুণ উদ্যোক্তাদের নিয়ে বিভিন্ন অর্থনৈতিক কর্মকান্ডে আর্থিক ও কারিগরী সহায়তা প্রদান করছে। চট্টগ্রাম বর্তমানে কোস্ট এর ২৬০১৫ সদস্য রয়েছে যার মধ্যে প্রায় ৪০% সদস্য হচ্ছে ক্ষুদ্র উদ্যোগ অর্থনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত। তিনি আরোও বলেন কোস্ট আগামীতে চট্টগ্রাম জেলার সম্ভাবনাময় ক্ষুদ্র উদ্যোগ অথনৈতিক কর্মকান্ডসমুহ চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে এবং যেখানে প্রয়োজনীয় আর্থিক ও কারিগরী সহযোগীতা নিশ্চিত করার মাধ্যমে তরুন, শিক্ষিত এবং বেকার যুবকদের এই ক্ষুদ্র উদ্যোগ কর্মসুচির সাথে জড়িত করার চেষ্টা করে যাবে।
তিনি আরো বলেন বাংলাদেশে ৪৭.৫ মিলিয়ন তরুন যারা মোট জনসংখ্যার ২৮%। এদওে মধেমাত্র ৭% হিসেবে ৩১ লক্ষ তরুন উদ্যোক্তা রয়েছেন। সতুরাং আমাদের সরকারী বেসরকারী বিভিন্ন সংস্থার মাধ্যমে নতুন তরুণ উদ্যোক্তা তৈরি করার যথেষ্ট সুযোগ রয়েছে।
তরুণ উদ্যোক্তার মধ্যে নাজমুন নাহার তার সফলতার বক্তব্য প্রদান করেন। তিনি বলেন,নতুন উদ্যোক্তাদের হতাশ হওয়া যাবে না। তরুণ উদ্যোক্তাদের পর্যাপ্ত প্রশিক্ষনের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তিনি কোষ্ট ফাউন্ডেশন থেকে ৫ লক্ষ টাকা ঋন নিয়ে ছোট পরিসরে তার গামের্ন্টস কারখানা ব্যবসা শুরু করেন। পর্যায়েক্রমে এখন তিনি ১৫ লক্ষ টাকা ঋন নিয়েেেছন। বর্তমানে তার কোটি টাকার মুলধন রয়েছে এবং কারখানা ৪৫ জন শ্রমিক কাজ করেন। তিনি কোষ্ট ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেলা মৎস কর্মকর্তা সালমা বেগম প্রথমে তরুণ্যের উৎসবও গ্রাহক সেবা পক্ষ -২৫ উদযাপন আয়োজন করার জন্য কোস্ট ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। তিনি তার বক্তব্যে আরো বলেন আমাদের দেশের তরুন উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন নতুন নারী উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। উপক‚লীয় এলাকায় রেডিও সৈকত এবং রেডিও মেঘনার মাধ্যমে আবহাওয়া বার্তা ও দূর্যোগ পূর্বাভাস বিশেষ বুলেটিন প্রচার করার জন্য কোষ্ট ফাউন্ডেশন কে ধন্যবাদ জানায়। মাছ চাষ ও হাসঁ মুরগি পালন এবং সবজি চাষীদের প্রশিক্ষনের মাধ্যমে উদ্যোক্তাদের ৪% হারে সরকারি ভাবে ঋন দেওয়া হয়। উদ্যোক্তাদের উক্ত ঋন নেওয়ার সুযোগ আছে।
যুব উন্নয়ন অধিদপ্তরের জনাব মেজবাহ উদ্দিন বলেন দূযোর্গকালীন সময় কোষ্ট ফাউন্ডেশন সবার আগে এগিয়ে আসেন। কুতুবদিয়া আমার উপকুলীয় এলাকা হওয়ার কারনে আমি কোস্ট ফাউন্ডেশন কার্যক্রম সম্পর্কে অবগত আছি। কোস্ট কুতুবদিয়ায় ছেলে মেয়েদের পানিতে পড়ে মৃত্যুহার রোধ করার জন্য অভিভাবক সচেতন সভা করে পুকুর পাড়ে বেড়া দেওয়ার জন্য উৎসাহিত করেন। এছাড়াও কোস্ট ফাউন্ডেশনের সন্মানিত নির্বাহী পরিচালক জনাব রেজাউল করিম চেীধুরী মহোদয় কতুবদিয়া দূর্যোগকালীন,বেড়ীবাধ, বিশুদ্ধ পানি,স্যাটেলাইট ক্লিনিক, শিশু সুরক্ষা ও প্রাণিসম্পদ নিয়ে কাজ করেন। তিনি আরো বলেন চট্রগ্রাম হালিশহর সরকারী যুব উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্র রয়েছে যেখানে তুরুণদের প্রাতিষ্ঠানিক ও অ-প্রাতিষ্ঠানিক প্রশিক্ষন এবং ৪% হারে ঋন প্রদান করা হয় এবং আপনারা সেই সুযোগ গ্রহন করতে পারেন।
কৃষি অধিদপ্তরের জনাবা রুজিনা আক্তার মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা বলেন তরুন উদ্যোক্তাদের মধ্যে নারীদের এগিয়ে আসতে হবে। সরকারী চাকুরীর জন্য সময় নষ্ট করা যাবে না। প্রত্যেক ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি করতে হবে। বাড়ীর চারপাশে অনবাদি ও পতিত জমিতে সবজি চাষ হাঁস মুরগী পালন, মাশরুম, গরু পালন, মাছ চাষের খামার ও হ্যাচারী তৈরি করতে হবে। তিনি বলেন কৃষি অধিদপ্তরের প্রশিক্ষনের মাধ্যমে উদ্যোক্তাদের কম লাভে ঋন দেওয়া হয়। উক্ত ঋন তরুণ উদ্যোক্তাগনের নেওয়ার সুযোগ করেছে। Microcredit Regulatory Authority Palli Karma-Sahayak Foundation – PKSF COAST Foundation