বৃষ্টি ও বৈরি আবহাওয়ার কারণে কক্সবাজার উপকূলে লবণ উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে চলতি মৌসুমে লবণ উৎপাদনের সরকারি লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন- বিসিকের কক্সবাজার লবণ শিল্প উন্নয়ন কার্যালয়ের দেওয়া তথ্য মতে, চলতি মৌসুমের ১৭ মে পর্যন্ত লবণ উৎপাদন হয়েছে ২২ লাখ ৫১ হাজার ৬৫১ মেট্রিক টন। এরপর আবহাওয়া পরিস্থিতি খারাপ হওয়ায় চাষিরা মাঠে নামতে পারেননি। সরকারিভাবে এ বছর দেশে লবণের চাহিদা ধরা হয়েছে ২৬ লাখ ১০ হাজার মেট্রিক টন। গত বছর মৌসুম শেষে লবণ উৎপাদন হয়েছিল ২৪ লাখ ৩৭ হাজার ৮৯০ মেট্রিক টন।চাষিরা বলছেন, চলতি মৌসুমে উৎপাদনের শুরুতে লবণের দাম কম ছিল। মিল মালিকেরা সিন্ডিকেট করে দাম কমিয়ে রাখার অভিযোগ ওঠে। এর ওপর প্রতিকূল আবহাওয়ায় তারা আরও ক্ষতিরমূখে পড়েছেন বলে জানান। বিসিকের উপ-মহাব্যবস্থাপক মো: জাফর ইকবাল ভূইঁয়া বলেন, চলতি মৌসুমে কক্সবাজারের সাত উপজেলায় ৫৯ হাজার ৯৯ একর এবং চট্টগ্রামের তিন উপজেলায় ১০ হাজার ৮৯ একর জমিতে লবণের চাষ হয়েছে। এক মাস ধরে বৈরি আবহাওয়া ও বৃষ্টির কারণে লবণ উৎপাদনে ব্যাঘাত ঘটেছে। আবহাওয়া অনুকূলে না আসায় উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়েছে।