মহেশখালী থেকে:
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালামারছড়ায় জুমার নামাজের পর শহিদ তানভিরের কবর জেয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমন্বয় কমিটি ও সমর্থকবৃন্দ।
শুক্রবার দুপুরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত নেতারা শহিদ তানভিরের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এই সময় শহিদ তানভিরের পিতাও উপস্থিত ছিলেন এবং তিনি দলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কবর জেয়ারত শেষে এক সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বক্তারা শহিদ তানভিরসহ সকল শহিদের স্মৃতিচারণ করেন এবং তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয়ে এনসিপিকে জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতিতে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মোনাজাতে ও সংক্ষিপ্ত বৈঠকে উপস্থিত ছিলেন
প্রধান সমন্বয়কারী: মির্জা তারেক
যুগ্ম সমন্বয়কারী: মাহবুব আলম বশির আহমদ, আলম,নোমান উদ্দিন ইলাহি, এনামুল হক, আব্দুর রহিম, সাহাব উদ্দী।
আরও উপস্থিত ছিলে মো. হামিদ হোসাইন
রিদওয়ানুল হক, রাসেল মো. আবদুল কাদের, ইমাম শরীফ, মো. সুমন, মো. কামাল, মো. হাসান, মো. সাগর, আদিল সিকদার।
বৈঠকের আলোচনায় নেতারা বলেন:
শহিদ তানভির ছিলেন ন্যায়ের প্রতীক ও আদর্শবান তরুণ নেতা। তাঁর ত্যাগ ও আদর্শ এনসিপির কর্মীদের ন্যায়ের পথে অটল থাকতে অনুপ্রাণিত করবে।
বক্তারা আরও বলেন,জাতীয় নাগরিক পার্টি জনগণের অধিকার, উন্নয়ন ও ন্যায়বিচারের রাজনীতি করে যাচ্ছে- এবং শহিদ তানভিরের স্মৃতি এই সংগ্রামকে আরও শক্তিশালী করবে।