কক্সবাজার, নিজস্ব প্রতিবেদক:
৩১ অক্টোবর জুমার নামাজের পর কক্সবাজার পৌরসভা ২নং ওয়ার্ডে শহর শ্রমিক দল “লুৎফুর রহমান কাজল ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন” এই শ্লোগানে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করে।
এসময় বক্তব্য রাখেন শহর শ্রমিক দলের আহ্বায়ক আমানত শাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন এবং যুগ্ম আহ্বায়ক আমানুল হক আমান। বক্তারা বলেন, “কক্সবাজার শহরের জনগণ পরিবর্তনের জন্য আগ্রহী। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
আহ্বায়ক আমানত শাহ বলেন, “আমরা শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় রাজপথে আছি, থাকবও। আমাদের লক্ষ্য হলো মানুষের আস্থা ও সমর্থন অর্জন করে গণতন্ত্র পুনরুদ্ধার করা।”
যুগ্ম আহ্বায়ক আমানুল হক আমান বলেন, “ভোট শুধু প্রতীক নয়, এটি জনগণের অধিকার। সেই অধিকার রক্ষায় শহর শ্রমিক দল সবসময় জনগণের পাশে থাকবে।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শহর শ্রমিক দলের উত্তর ২নং ওয়ার্ডের সভাপতি শামসুল আলম, দক্ষিণ ২নং ওয়ার্ডের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক ইসমাইল হেলালী, দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সমাজের প্রতিনিধি।
লিফলেট বিতরণের মাধ্যমে দল স্থানীয় ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং আগামী নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানায়।