সংবাদ বিজ্ঞপ্তি।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার একঝাঁক তরুণ সংবাদকর্মীদের সংগঠন ঈদগাহ প্রেসক্লাবের মাসিক সভা সম্পন্ন হয়েছে।
৩১ অক্টোবর শুক্রবার ঈদগাঁও বাসস্টেশনস্থ প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে সভাপতি বশিরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আশফাক উদ্দীন আরফাতের পরিচালনায় মাসিক সভা সম্পন্ন হয়। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সদস্য রবিউল আলম রবির। সভায় উপস্থিত সকল সদস্যের মতমতের ভিত্তিতে প্রেসক্লাব সদস্যদের উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা ও বার্ষিক পিকনিকসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন, সায়মন সরওয়ার কায়েম, আবু বকর ছিদ্দিক, আনাছুল হক, গিয়াস উদ্দিন রবিন, রবিউল আলম রবি, আব্দুর রহমান এবং তাহসিন মেহেরাব শাওন প্রমুখ।