নুরুল হোসাইন,বিশেষ প্রতিনিধি:
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলা শাখার ১ম মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ইং বিকেল ৪ ঘটিকার সময় কক্সবাজার জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাটি শুরু হয় হিউম্যান এইডের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আমানুল ইসলাম এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে।
সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি খোরশেদ আলম এবং সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক নুরুল হোসাইন।
স্বাগত বক্তব্যে সভাপতি খোরশেদ আলম বলেন, “মানবতার কল্যাণে হিউম্যান এইড সব সময় কাজ করে যাচ্ছে। মানুষের অধিকার রক্ষায় আমাদের প্রতিটি সদস্যকে আরও বেশি আন্তরিক হতে হবে।”
সভায় বক্তব্য রাখেন,হিউম্যান এইডের সিনিয়র সহ-সভাপতি কেফায়েত উল্লাহ সাজ্জাদ, সহ-সভাপতি আব্দুল খালেক রুবেল, মোঃ বেলাল, মোঃ শফি আলম, ফয়েজুল করিম, যুগ্ম সম্পাদক-১মোঃ সমানুল হক, সাংগঠনিক সম্পাদক আমানুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাঈল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইমাম হোসেন চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ হাফিজ উদ্দিন, পরিকল্পনা সম্পাদক নেজাম উদ্দিন, সহ-পরিকল্পনা সম্পাদক আব্দু রহিম বাবু প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, হিউম্যান এইড জেলা শাখার শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, জাহাঙ্গীর আলম, একে আজাদ, জাফর আলম, মোঃ ইসমাইল, সাহাব উদ্দিন, শেখ মোঃ খালেক রুবেল, নেজাম উদ্দিনসহ আরও অনেকে।
সভায় সাধারণ সম্পাদক নুরুল হোসাইন বলেন, হিউম্যান এইড মানবতার পক্ষে কাজ করে। পথে পড়ে থাকা মানুষ, ক্ষুধার্তদের পাশে দাঁড়ায়, ভূল চিকিৎসায় মৃত্যুর মিছিল কমাতে সচেষ্ট থাকে। ধর্ষণ মামলার দ্রুত বিচারের দাবিতে সোচ্চার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আপোষহীন, এবং প্রকৃতি ও পরিবেশ রক্ষায় জনগণকে সচেতন করতে কাজ করছে।
সভাপতি খোরশেদ আলম তাঁর বক্তব্যে বলেন,“মানবতার কল্যাণে হিউম্যান এইডের প্রতিটি সদস্যকে আরও দায়িত্বশীল হতে হবে। সমাজে ন্যায়ের প্রতিষ্ঠা ও মানবাধিকারের সুরক্ষায় একসাথে কাজ করলেই প্রকৃত পরিবর্তন সম্ভব।