নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার জেলা সদর হাসপাতালে রুগী কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ৩০ অক্টোবর ২০২৫ ইং, সকাল ১১টায় জেলা সদর হাসপাতালের বি.এন. পাল মেমোরিয়াল সম্মেলন কক্ষ, কক্সবাজারে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মং টিং ক্রো।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল আউয়াল। এছাড়া সমিতির কার্যকরী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, হাসপাতালের সমাজসেবা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলেই সভায় অংশগ্রহণ করেন।
সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী অনুমোদন, সমিতির আয় ও ব্যয় বৃদ্ধি, হাসপাতালের সেবার মানোন্নয়ন, এবং রোগী কল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, রুগী কল্যাণ সমিতি হাসপাতালের সামগ্রিক উন্নয়ন ও রোগী সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই কার্যক্রম আরও সম্প্রসারণ ও স্বচ্ছভাবে পরিচালনার ওপর সবাই গুরুত্বারোপ করেন।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ভবিষ্যতে রোগীদের সেবা প্রদানে আধুনিকতা আনা, সমাজসেবামূলক উদ্যোগ বাড়ানো এবং হাসপাতালের আভ্যন্তরীণ সেবাকে আরও শক্তিশালী করতে যৌথ উদ্যোগ গ্রহণ করা হবে।
শেষে সভাপতি ডা. মং টিং ক্রো সকল সদস্যের উপস্থিতি ও মতামতের জন্য ধন্যবাদ জানান এবং সমিতির কার্যক্রম আরও ফলপ্রসূ ও জনকল্যাণমূলক করার আহ্বান জানান।