৪৭ পাউন্ড কেক কেটে পালিত প্রতিষ্ঠা দিবস…!
মো: রাজিবুল ইসলাম বাবু নাটোর প্রতিনিধি:
“তারেক জিয়ার মনোবল—জাতীয়তাবাদী যুবদল” এই স্লোগানকে ধারণ করে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় লালপুর-বাগাতিপাড়া (নাটোর-১) আসনের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের পক্ষ থেকে উপজেলার ২নং জামনগর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন যুবদলের আয়োজনে আলোচনা সভা ও কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে ৪৭ পাউন্ড ওজনের বিশাল কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং জামনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মাইনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. হাফিজুর রহমান, জামনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মিঠু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিকসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষে হোক”—এই প্রত্যয়ে যুবদল গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের অগ্রণী ভূমিকা পালন করছে।
শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন নেতাকর্মীরা।