মো: ইউছুফ আলী,বিশেষ প্রতিনিধি:
কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় আদালত (মামলা নং: অপর আপিল ১৫৯/২০২৩)-এর বিচারক জনাব মামুনুর রশিদ বিরোধীয় একাধিক তফসিলভুক্ত জমির উপর আইনগত নিষেধাজ্ঞা জারি করেছেন।
মামলার বাদী সেলিনা আকতার (পিতা- মৃত ওমর হাসান, স্বামী- আব্দুল মালেক, ঠিকানা- পাহাড়তলী, ইছুলুরঘোনা, ৭ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা) অভিযোগ করেন, বিবাদী আবু কাইছার (পিতা- মৃত ওমর হাসান, ঠিকানা- জনতা সড়ক, মাঝেরঘাট, টেকপাড়া, ৪ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা) প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সহকারী জজ আদালতকে ভ্রান্ত তথ্য প্রদান করে ৫৭৭/২০০৯ নং মামলায় ডিক্রি অর্জন করেন।
বাদী জানান, উক্ত জমির ভূমি উন্নয়ন কর ১৪০১-১৪২৮ বাংলা সনের জন্য তিনি ২০২২ সালের ১৩ মার্চ তারিখে ১,২৫০ টাকা পরিশোধ করেছেন। বর্তমানে মামলাটি অপর আপিল ১৫৯/২০২৩ হিসেবে মাননীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় আদালতে বিচারাধীন রয়েছে।
আদালত মামলার রায় না হওয়া পর্যন্ত কক্সবাজার জেলার কক্সবাজার সদর, খুরুস্কুল, তেতৈয়া ও টেকনাফ মৌজার তফসিলভুক্ত জমি সংক্রান্ত কোন নামজারী, খতিয়ান সৃজন, ক্রয়-বিক্রয় কিংবা হস্তান্তর কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করেছেন।
এতে আদালতের নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট ভূমি অফিস ও সাধারণ জনগণকে উক্ত বিরোধীয় জমি সংক্রান্ত লেনদেন থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।