শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন
Headline :
2nd UN World Social Summit concluded with a commitment toward social protection. সারাদেশে নির্বাচনী হাওয়া বইছে, কেউ রুখতে পারবে না, প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম সামাজিক সুরক্ষার প্রতি অঙ্গীকার Commitment toward Social Protection.  রাজশাহী-৫ (পুঠিয়া- দুর্গাপুর) আসনে জামায়াতের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নেত্রকোনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সাথে দর্পণ টিভির প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তি: দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নতুন সম্ভাবনার দিগন্ত আইজিপির সঙ্গে আয়ারল্যান্ড এবং ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা স.ম নুর উন নবীর জানাজা সম্পন্ন, জানাজায় শোকার্ত মানুষের ঢল

বিরোধীয় জমির উপর আদালতের নিষেধাজ্ঞা

মো: ইউছুফ আলী,বিশেষ প্রতিনিধি:
কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় আদালত (মামলা নং: অপর আপিল ১৫৯/২০২৩)-এর বিচারক জনাব মামুনুর রশিদ বিরোধীয় একাধিক তফসিলভুক্ত জমির উপর আইনগত নিষেধাজ্ঞা জারি করেছেন।

মামলার বাদী সেলিনা আকতার (পিতা- মৃত ওমর হাসান, স্বামী- আব্দুল মালেক, ঠিকানা- পাহাড়তলী, ইছুলুরঘোনা, ৭ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা) অভিযোগ করেন, বিবাদী আবু কাইছার (পিতা- মৃত ওমর হাসান, ঠিকানা- জনতা সড়ক, মাঝেরঘাট, টেকপাড়া, ৪ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা) প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সহকারী জজ আদালতকে ভ্রান্ত তথ্য প্রদান করে ৫৭৭/২০০৯ নং মামলায় ডিক্রি অর্জন করেন।

বাদী জানান, উক্ত জমির ভূমি উন্নয়ন কর ১৪০১-১৪২৮ বাংলা সনের জন্য তিনি ২০২২ সালের ১৩ মার্চ তারিখে ১,২৫০ টাকা পরিশোধ করেছেন। বর্তমানে মামলাটি অপর আপিল ১৫৯/২০২৩ হিসেবে মাননীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় আদালতে বিচারাধীন রয়েছে।

আদালত মামলার রায় না হওয়া পর্যন্ত কক্সবাজার জেলার কক্সবাজার সদর, খুরুস্কুল, তেতৈয়া ও টেকনাফ মৌজার তফসিলভুক্ত জমি সংক্রান্ত কোন নামজারী, খতিয়ান সৃজন, ক্রয়-বিক্রয় কিংবা হস্তান্তর কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করেছেন।

এতে আদালতের নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট ভূমি অফিস ও সাধারণ জনগণকে উক্ত বিরোধীয় জমি সংক্রান্ত লেনদেন থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page