নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের বিশিষ্ট সমাজসেবক ও উপকূলীয় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (UTTC)-এর চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ ২৭ অক্টোবর ২০২৫, সোমবার সকাল ১০টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন।
মোঃ জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে কক্সবাজারের দক্ষতা উন্নয়ন, শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
তিনি জেলার তরুণ ও তরুণীদের দক্ষতা উন্নয়নে কাজ করে অসংখ্য বেকার যুবক-যুবতিকে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন।
এ বিষয়ে সাংবাদিক মোঃ ইউছুফ আলী বলেন, “জাহাঙ্গীর আলম ভাই কক্সবাজারের তরুণ সমাজের অনুপ্রেরণার উৎস। তাঁর হঠাৎ অসুস্থতার খবরে আমরা সবাই গভীরভাবে উদ্বিগ্ন। দ্রুত সুস্থ হয়ে আবারও তিনি সমাজসেবায় ফিরে আসবেন—এই প্রার্থনা করি।”
সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।