নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উপকূলীয় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (ইউটিটিসি) পরিদর্শন করেছেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (প্রধান উপদেষ্টার কার্যালয়) এর সহকারী পরিচালক জনাব সুদীপ পাল।
পরিদর্শনকালে তিনি প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম, অবকাঠামো, প্রশিক্ষণার্থীদের দক্ষতা উন্নয়ন প্রক্রিয়া এবং চলমান প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন এবং প্রশিক্ষণের মানোন্নয়ন ও কর্মসংস্থান বাড়াতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউটিটিসির চেয়ারম্যান এইচ. এম. জাহাঙ্গীর আলম,হিউমান এইড কক্সবাজার এর সাধারণ সম্পাদক নুরুল হোসাইন,উপদেষ্টা মোহাম্মাদ রুবেল ম্যানেজার ইউটিটিসি এমডি মোশারফ হোসাইন সহ প্রমুখ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
চেয়ারম্যান এইচ. এম. জাহাঙ্গীর আলম বলেন, “জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের এই পরিদর্শন আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এতে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রশিক্ষণার্থীরা আধুনিক প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনে অনুপ্রাণিত হবে।”
তিনি আরও বলেন, “আমরা চাই, উপকূলীয় অঞ্চলের তরুণরা দক্ষ হয়ে দেশের উন্নয়নে অবদান রাখুক। এজন্য ইউটিটিসি সর্বোচ্চ মানসম্পন্ন প্রশিক্ষণ প্রদানে অঙ্গীকারবদ্ধ।”