শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন
Headline :
2nd UN World Social Summit concluded with a commitment toward social protection. সারাদেশে নির্বাচনী হাওয়া বইছে, কেউ রুখতে পারবে না, প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম সামাজিক সুরক্ষার প্রতি অঙ্গীকার Commitment toward Social Protection.  রাজশাহী-৫ (পুঠিয়া- দুর্গাপুর) আসনে জামায়াতের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নেত্রকোনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সাথে দর্পণ টিভির প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তি: দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নতুন সম্ভাবনার দিগন্ত আইজিপির সঙ্গে আয়ারল্যান্ড এবং ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা স.ম নুর উন নবীর জানাজা সম্পন্ন, জানাজায় শোকার্ত মানুষের ঢল

সিলেটের জৈন্তাপুরে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি’র ছোড়া গুলিতে যুবক নিহত।

মো.দুলাল হোসেন রাজু সিলেট ব্যুারো:
সিলেটের জৈন্তাপুরে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি’র ছোড়া গুলিতে এক যুবক নিহত হওয়ার অভিযোগ উঠেছে।নিহত যুবকের নাম আলমাস উদ্দিন (২৩)। সে জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে।বিজিবির পক্ষ থেকে নিহত যুবকে চোরাকারবারি দাবী করা হলেও নিহতের পরিবার ও এলকাবাসীর দাবি সে একজন দিন মজুর কৃষক।গত ২২ অক্টোবর বুধবার সকােেল চারিকাটা ইউনিয়নের বালিধারা কান্দির মুখ মসজিদের দক্ষিণ পাশে তাজ উদ্দিনের বাড়ির সন্নিকটে চতুল-লালাখাল রাস্তার উপর এই মর্মান্তিক ঘটনা ঘটে। এসময় চোরাইপণ্য ভর্তি পিকআপ জব্দ করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানায়, জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবি’র অধীনস্থ সুইরঘাট বিওপির চারজন বিজিবি সদস্য ২টি মোটরসাইকেল যোগে ভারতীয় চোরাই সুপারি বহনকারী একটি পিকআপকে ধাওয়া করে। এ সময় বিজিবির ছোড়া গুলিতে পথচারি কৃষক আলমাস উদ্দিন গুলিবিদ্ধ হয়। এসময় স্থানীয় লোকজন আলমাছ উদ্দিনকে দ্রুত জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা হাসপাতালে পৌছে,পুলিশ লাশের সুরতহাল রির্পোট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।এদিকে বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘটনার দিন সকালে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধীনস্থ সুরাইঘাট বিওপির একটি টহলদল জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালায়। অভিযান চলাকালীন টহলদল একটি অবৈধ পণ্যবাহী পিকআপ আটক করলে, অজ্ঞাতনামা একদল সশস্ত্র চোরাকারবারী দেশীয় ধারালো অস্ত্র, দা, বল্লম, লাঠি-সোটাসহ টহলদলের উপর আকস্মিকভাবে হামলা চালায় এবং আটককৃত মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। চোরাকারবারীদের ক্রমাগত আক্রমণ থেকে সরকারি সম্পদ (অস্ত্র ও গোলাবারুদ) ও টহলদলের সদস্যদের জান-মাল রক্ষার্থে, বিজিবি সদস্যগণ নিরুপায় হয়ে ০৪-০৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানানো হয়েছে।এ সময় প্রেস বিজ্ঞপ্তিতে, একজন বিজিবি সদস্য আহত হয়ে মুমূর্ষু অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন থাকার কথা উল্লেখ থাকলেও গুলিবিদ্ধ হয়ে আলমাস উদ্দিনের নিহতের ঘটনা উল্লেখ করা হয়নি।এব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, নিহতের মাথার পিছনে গুলির আঘাত পাওয়া গেছে। এখন পর্যন্ত এব্যাপারে থানায় কোন মামলা হয়নি।
১৯ বিজিবির লেফটনেন্ট কর্ণেল জুবায়ের আহমদ জানান, গুলাগুলিতে একজন নিহত হয়েছেন। তার মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত ব্যক্তি চোরাকারবারি উল্লেখ করে তিনি বলেন, চোরাই পণ্যবাহী ট্রাকের সাথেই তিনি ছিলেন।এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা বলেন, নিহতের দেহে তিনটি বুলেট আঘাতের চিহ্ন সনাক্ত করা হয়েছে। নিহতের মরদেহ পুলিশের হেফাজতে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।

বার্তা প্রেরক
মো.দুলাল হোসেন রাজু সিলেট ব্যুারো
মোবা: ০১৭১৬-৪৩০১৪৯
তারিখ: ২৩-১০-২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page