নাজমুস সালেহীন সজীব
সখিপুর,টাংগাইল প্রতিনিধি
গতকাল টাঙ্গাইলের সখিপুরে ফুটবল খেলায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। খেলা শুরু হওয়ার অনেক আগেই হাজার হাজার দর্শকে পরিপূর্ণ হয়ে যায় ঐতিহ্যবাহী হাতিয়ার ডিগ্রী কলেজ মাঠ। খেলা উপভোগ করতে অনেকে জায়গা না পেয়ে কলেজের বিভিন্ন ভবনের ছাদে, এমনকি গাছেও উঠে পড়েন ।খেলার মাঠের চারপাশে মানুষের ব্যাপক সমাগম হওয়ায় জায়গা না জায়গা না পেয়ে মাঠের অদূরে বসতবাড়ির ঘরের চালে উঠেও খেলা উপভোগ করতে দেখা যায়। এমন পরিস্থিতির সৃষ্টি হওয়ায় খেলার মাঠে হারানো ঐতিহ্য ফিরে এসেছে বলেও অনেককে মন্তব্য করতে শোনা যায়। খেলায় আগত দর্শকের যান বাহনের চাপে পুরো হতেয়া বাজারে যানজটের সৃষ্টি হয়। গতকাল বুধবার সখিপুর উপজেলার হতেযায় এলাকাবাসী আয়োজিত ফাইনাল ফুটবল খেলায় এমন দৃশ্যর অবতারণা ঘটে। খেলায় ফুলবাড়িয়া ফুটবল একাদশ সিঙ্গাপুর ইউনাইটেড একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় বিজয়ী দলের জন্য পুরস্কার ছিল একটি মোটরসাইকেল এবং বিজিত দলের জন্য ছিল একটি ফ্রিজ।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ এডভোকেট আহমেদ আযম খান। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত মাস্টার, সহ-সভাপতি আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক সবুর রেজা প্রমুখ ।