মো: ইউছুফ আলী,নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার, ২২ অক্টোবর ২০২৫:
কক্সবাজার জেলা কারাগারে বন্দিদের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে একদিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকালে কারাগার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক ও কারাগারের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক, কারা কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “বন্দিদেরও মানবিক অধিকার রয়েছে। নিয়মিত স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”
দিনব্যাপী এই স্বাস্থ্যসেবা ক্যাম্পে বন্দিদের জন্য সাধারণ রোগ নির্ণয়, ডেন্টাল, চক্ষু, ওষুধ বিতরণসহ প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়।