নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘদিন ধরে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করে বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকা তাদের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান করেছে সিনিয়র ক্রাইম রিপোর্টার দিদারুল ইসলাম কাজল-কে।
রাজধানী ঢাকায় অনুষ্ঠিত এই আনুষ্ঠানিক আয়োজনে পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: সোহেল রানা সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে তিনি বলেন, “দিদারুল ইসলাম কাজল সহ যেসব সাংবাদিক নিরলসভাবে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনছেন, তারা আমাদের পত্রিকার গর্ব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক আজকের বসুন্ধরা পরিবারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংবাদকর্মী, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিক সমাজের প্রতিনিধিরা।
সম্মাননা স্মারক প্রাপ্ত দিদারুল ইসলাম কাজল তাঁর প্রতিক্রিয়ায় বলেন,
“এই সম্মাননা আমার সাংবাদিক জীবনের একটি বড় অনুপ্রেরণা। আমি প্রতিশ্রুতি দিচ্ছি সত্য, ন্যায় ও নিরপেক্ষতার পথে অবিচল থেকে সমাজের পক্ষে কলম চালিয়ে যাব।”
দৈনিক আজকের বসুন্ধরার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল সাংবাদিকতা পেশায় অবদান রাখা কর্মীদের প্রতি এক অনন্য সম্মান প্রদর্শনের দৃষ্টান্ত।