June 22, 2025, 1:38 am

ঝিনাইগাতীতে হাতীর আক্রমণে নিহত দুই পরিবারকে আর্থিক অনুদান প্রদান

Reporter Name
  • Update Time : Thursday, May 22, 2025
  • 81 Time View

মো: রিয়াজ স্টাফ রিপোর্টার

শেরপুরের ঝিনাইগাতীতে বন্য হাতির আক্রমণে নিহত এপিলিস সাংমা ও আজিজুর রহমান আকাশের পরিবারের মাঝে নগদ ২৫ হাজার টাকা করে চেক ও শুকনো খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২২মে)দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল স্ব-স্ব বাড়ীতে উপস্থিত থেকে নিহতদের স্ত্রীদের হাতে এসব অনুদান প্রদান করেন।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, কাংশা ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্যসহকারি মো. সোহানুর রহমান কাজল, ইউপি সদস্য জাহিদুল হক মনির, গোলাপ হোসেন ও এনামুল কবির মানিক মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও গ্রামের আজিজুর রহমান আকাশ ও বড় গজনী এলাকার এপিলিস সাংমা বন্য হাতির আক্রমণে মারা যায়। এমতাবস্থায় উপজেলা প্রশাসনের আয়োজনে, জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের নির্দেশক্রমে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে নিহত দুই পরিবারের প্রত্যেককে ২৫ হাজার টাকার চেক ও শুকনো খাবার প্রদান করেন। সেইসাথে নিহত দুই পরিবারকে সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদানসহ প্রত্যেক পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৬ হাজার করে টাকা প্রদান করবেন বলে জানান ইউএনও।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলসহ অন্যান্যরা বন্য হাতী দ্বারা ক্ষতিগ্রস্ত গজনী বিটের স্টাফ ব্যারাক, স্থানীয় কৃষকদের বিভিন্ন ফলের বাগান ও ধানক্ষেত সরেজমিনে পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories