নিজস্ব প্রতিবেদক:
আগামী ২৭ অক্টোবর ২০২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল, সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়াসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ ও ঢাকা মহানগর উত্তর যুবদল—এর আহবায়ক, সদস্য সচিব, যুগ্ম আহবায়কসহ মহানগর কমিটির নেতৃবৃন্দ।
সভায় যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন আগামী ২৭ অক্টোবরের কর্মসূচি সফল করতে বিভিন্ন দিকনির্দেশনা ও করণীয় তুলে ধরেন। তারা যুবদল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।