June 22, 2025, 1:45 am

নারীর শান্তি ও নিরাপত্তায় পুরুষের এগিয়ে আসাই টেকসই পরিবর্তনের চাবিকাঠি

Reporter Name
  • Update Time : Thursday, May 22, 2025
  • 44 Time View

মোঃ খান সোহেল
নেত্রকোণা প্রতিনিধি

নারী, শান্তি ও নিরাপত্তা রক্ষায় শুধু নারীদের নয়, পুরুষদেরও সমানভাবে স্বোচ্চার হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন বক্তারা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩২৫ নম্বর রেজুলেশনের আলোকে গঠিত নেত্রকোণা সদর উপজেলা স্টিয়ারিং কমিটির দশম সভায় এ আহ্বান জানানো হয়। সভায় স্টিয়ারিং কমিটির কার্যক্রম টেকসই করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে সরকারি সেবা ও তথ্য নিশ্চিতের জন্য কার্যকর পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

আজ ২২ মে ২০২৫, বৃহঃস্প্রতিবার সকালে নেত্রকোণা সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নারী প্রগতি সংঘ (BNPS) বাস্তবায়নাধীন টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশি নারীদের ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পের আওতায় এই স্টিয়ারিং কমিটি গঠিত হয়। এই কমিটিতে সরকারি কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, নারী নেত্রী, শিক্ষক, সংস্কৃতিকর্মী, স্থানীয় সরকার প্রতিনিধি ও যুব প্রতিনিধিরা অন্তর্ভুক্ত আছেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তথ্য আপা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফারহানা ইসলাম নোভা। সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রোগ্রাম অফিসার শারমিন শাহাজাদী এবং সভা পরিচালনা করেন স্টিয়ারিং কমিটির সমন্বয়কারী ও BNPS-এর উন্নয়ন কর্মকর্তা কল্পনা ঘোষ।

সভায় প্রধান অতিথি ইউএনও আসমা বিনতে রফিক বলেন, “নারীর শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে সবার আগে পুরুষদের মানসিকতার পরিবর্তন দরকার। নারীর প্রতি সহিংসতা, বাল্যবিয়ে ও যৌন হয়রানির মতো বিষয়গুলো প্রতিরোধে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে হবে। স্কুল-কলেজে এসব বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে নারীদের সাথে উঠান বৈঠক করে সরকারি সেবার তথ্য ছড়িয়ে দিতে হবে। গ্রামের অনেক নারী এখনো জানেন না, সরকারি আইন সহায়তা কোথায় পাওয়া যায়। এসব বিষয়ে তথ্য পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।”

তিনি আরও বলেন, “প্রকল্পের মেয়াদ শেষ হলেও যারা স্টিয়ারিং কমিটিতে আছেন, তারা যদি তাদের দাপ্তরিক দায়িত্বের পাশাপাশি এই বিষয়গুলো তুলে ধরেন, তবে কার্যক্রম টেকসই করা সম্ভব। মহিলা বিষয়ক অধিদপ্তর, তথ্য আপা কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, শিক্ষা বিভাগ, আনসার ভিডিপি ও তৃণমূলের বিভিন্ন সংগঠনকে সম্পৃক্ত করে এই উদ্যোগকে এগিয়ে নেওয়া হবে।”
সভায় শুভেচ্ছা বক্তব্য দেন BNPS নেত্রকোণা কেন্দ্রের ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তী। তিনি বলেন, “এই প্রকল্পের মেয়াদকালীন সময়ে এটি সম্ভবত শেষ সভা। তাই আজকের সভায় আমরা যে কার্যক্রম করেছি তার মূল্যায়নের পাশাপাশি ভবিষ্যতে কীভাবে বিভিন্ন সেক্টরের মাধ্যমে এই কাজগুলো টেকসই করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা ও পরিকল্পনা গ্রহণ করেছি। এছাড়া ২৫-২৬ মে ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় কর্মশালায় অংশগ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে স্টিয়ারিং কমিটির সদস্যদের করণীয়ও নির্ধারণ করা হয়েছে।”
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেন, চন্দ্রনাথ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আনোয়ার হাসান, শিক্ষক শিউলি চক্রবর্তী, সাবেক প্যানেল মেয়র শামীম আরা খানম, নারীনেত্রী ও মুক্তিযোদ্ধা ঊষা রানী রায়, সংস্কৃতিকর্মী শিল্পী ভট্টাচার্য ও আনসার ভিডিপি প্রশিক্ষক ইলোরা তাহসিনা।
বক্তারা বলেন, প্রকল্প শেষ হলেও স্টিয়ারিং কমিটির সদস্যরা তাদের নিজ নিজ কর্মপরিধিতে বিষয়গুলো তুলে ধরলে নারীর নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করা সহজ হবে। বিশেষ করে বিদ্যালয়, কলেজ ও বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে নারীর অধিকার, নিরাপত্তা ও সরকারি সেবার তথ্য অন্তর্ভুক্ত করা গেলে দীর্ঘমেয়াদে এর সুফল পাওয়া যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য অতিথিরা উপস্থিত সকলে সহমত প্রকাশ করে বলেন, এ ধরনের কর্মসূচি বাস্তবায়নে সামাজিক ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ আরও বাড়াতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories