পিপলু মারমা, বান্দরবান
১৩ অক্টোবর ২০২৫ বান্দরবানে তারিখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উপলক্ষে একটি র্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন আয়োজিত এই র্যালিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, স্থানীয় জনগণ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা অংশগ্রহণ করেন।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং জনগণকে দুর্যোগ ব্যবস্থাপনা এবং সচেতনতার বিষয়ে জানানো হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই মূলমন্ত্রকে কেন্দ্র করে সকলকে দুর্যোগে সচেতন ও প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।
পরর্বতীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামীম আরা রিনি, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বান্দরবান পার্বত্য জেলা।