ইউছুফ আলী,নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার প্রেসক্লাবের আয়োজনে ও ফ্রেন্ডশিপ-এর সহযোগিতায় অনুষ্ঠিত হলো “সীমান্ত, দুর্যোগ ও ফ্যাক্ট-চেকিং” বিষয়ক সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। প্রশিক্ষণে সাংবাদিকতায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিবর্গ প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রশিক্ষক হিসেবে ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব (২) আবুল কালাম আজাদ, বৈশাখী টিভির বার্তা প্রধান জিয়াউল করিম সুমন, ডেইলি স্টার-এর সম্পাদকীয় প্রধান ও কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান এবং অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা।
এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে সীমান্তবর্তী অঞ্চলে দায়িত্ব পালনরত সাংবাদিকরা দুর্যোগকালীন সময়, তথ্য যাচাই এবং মানবিক সংকট মোকাবেলায় তথ্যভিত্তিক সাংবাদিকতা নিয়ে কার্যকর দক্ষতা অর্জনের সুযোগ পান।
অনুষ্ঠানে কক্সবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply