কুতুবদিয়া থেকে:
কুতুবদিয়া পাড়া ১নং ওয়ার্ড যুবদল আয়োজিত মহিলা উঠান বৈঠক আজ বিকেল তিনটায় এক প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকস্থল সাজানো হয় ব্যানার-ফেস্টুনে, যেন উৎসবের আমেজে মুখরিত পুরো এলাকা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার সদর–রামু–ঈদগাঁও আসনের সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব লুৎফুর রহমান কাজল।
তাঁর আগমনকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলে দলে এসে সমবেত হন। বৈঠক শুরু হতেই চারদিক থেকে হাজারো নারী-পুরুষ ছুটে আসেন প্রিয় নেতার বক্তব্য শোনার জন্য।
যখন জননেতা লুৎফুর রহমান কাজল মঞ্চে উঠলেন, মুহূর্তেই নেমে এলো এক গভীর নীরবতা। তাঁর বক্তৃতার প্রতিটি শব্দ যেন আশা ও প্রেরণায় ভরিয়ে তুলল উপস্থিত জনতার হৃদয়।
তিনি বলেন, বিএনপি জনগণের দল, আর জনগণের অধিকার পুনরুদ্ধারই আমাদের লক্ষ্য। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হবে। বক্তব্যের পুরো সময় জুড়ে উপস্থিত জনতা করতালিতে মুখরিত করে তোলে বৈঠকস্থল।