স্টাফ রিপোর্টার, কক্সবাজারঃ
“রক্তদিন, জীবন বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে রক্তদানে জনসচেতনতা বৃদ্ধি ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি। বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের মিলনায়তন কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আয়োজন করে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র, কক্সবাজার, সহযোগিতায় ছিল স্টুডেন্ট’স প্ল্যাটফর্ম বাংলাদেশ, এবং পৃষ্ঠপোষকতায় কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটি (CBD Society)।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “রক্তদান মানবতার সর্বোচ্চ সেবা। এক ব্যাগ রক্ত একজন মানুষের জীবন বাঁচাতে পারে।” তাঁরা নিয়মিত রক্তদানে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান।
সমাজসেবা অধিদপ্তর ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী ও সাধারণ মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল আউয়াল এবং
সভাপতিত্ব করেন উপ প্রকল্প পরিচালক জেসমিন আক্তার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র কক্সবাজার
অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।