সৈয়দ মহসীন হাবীব, বিশেষ প্রতিনিধি:
ঈদুল আযহা’য় ঘরমুখো মানুষের নিরাপত্তা ও যানজট নিরসনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার (২২ মে)
দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপত্তা ও যানজট নিরসনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শরিফা হক।
জেলা সড়ক নিরাপত্তা কমিটির এই বিশেষ সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। ঈদের সময় সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সড়কে নিরাপত্তা জোরদার, যানজট নিরসন, নিয়মিত ট্রাফিক ব্যবস্থাপনা এবং দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় জেলা প্রশাসক বলেন, “ঈদ যাত্রা যেনো স্বস্তিদায়ক হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। যাত্রীদের ভোগান্তি রোধে সড়কে বাড়তি নজরদারি ও দ্রুত সমস্যার সমাধান নিশ্চিত করা হবে।”
সভা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয় এবং ঈদের আগের দিন থেকে পরবর্তী কয়েকদিন বিশেষ নজরদারির সিদ্ধান্ত গৃহীত হয়।
Leave a Reply