মোঃ ইফতান চৌধুরী লেমন
(জেলা প্রতিনিধি শেরপুর)
শেরপুরে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পালের জামিন ইস্যুতে জেলা জজ, পিপি ও জিপির অপসারণসহ সাত দফা দাবিতে আন্দোলনে নেমেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা।
৬ অক্টোবর রোববার সকাল থেকে শেরপুর জেলা ও দায়রা জজ আদালত এবং জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। একপর্যায়ে আদালতের প্রধান ফটক অবরোধ করায় আদালতের ভেতরে কোন বিচারক প্রবেশ করতে না পারায় দুপুর পর্যন্ত বিচারিক কার্যক্রম বন্ধ থাকে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
পরে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান আন্দোলকারীদের কাছে গিয়ে তাদের কথা শুনেন এবং তাদের দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে ছাত্র-জনতা অবরোধ ও বিক্ষোভ তুলে নেন।