কক্সবাজার, স্টাফ রিপোর্টার, কক্সবাজারঃ
বাংলাদেশের সাংবাদিক সমাজের অধিকার আদায়, পেশাগত মানোন্নয়ন, আধুনিক সাংবাদিকতায় দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতা বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা (বিএসইউএস)-এর কক্সবাজার জেলা শাখার ৫৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির অনুমোদনের মাধ্যমে নবগঠিত এই কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ ও সিনিয়র সাংবাদিক নুরুল আমিন হেলালি, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তরুণ ও উদ্যমী সাংবাদিক আয়াজ রবি। এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন জিয়াউল হক আকাশ, অর্থ সম্পাদক হয়েছেন আমিন উল্লাহ আমিন এবং দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন সুমন।
সংগঠনের নেতারা জানান, সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ, ডিজিটাল সাংবাদিকতার যুগোপযোগী প্রশিক্ষণ আয়োজন, ফিল্ড সাংবাদিকদের সহায়তা প্রদান এবং জেলার প্রতিটি উপজেলায় সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই কমিটি কাজ করবে। পাশাপাশি স্থানীয় সমস্যাগুলো তুলে ধরা, জনস্বার্থে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় বিএসইউএস সর্বদা অগ্রণী ভূমিকা রাখবে।
নবগঠিত জেলা কমিটির সভাপতি আমিন হেলালি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। আমরা চাই কক্সবাজারের সাংবাদিকরা পেশাগত মর্যাদা ও ন্যায়সঙ্গত অধিকার নিয়ে কাজ করতে পারেন। নতুন কমিটি সেই লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে।”
সাধারণ সম্পাদক আয়াজ রবি বলেন, “এই কমিটি কেবল নামমাত্র সংগঠন নয়, এটি হবে সাংবাদিকদের কল্যাণে কাজ করা একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। মাঠপর্যায়ের সাংবাদিকদের প্রশিক্ষণ, সহায়তা এবং নেটওয়ার্ক গঠনে আমরা সক্রিয় ভূমিকা রাখবো।”
উল্লেখ্য, নবগঠিত কমিটির মোট সদস্য সংখ্যা ৫৩ জন। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটির তালিকা ও কার্যক্রম পরিকল্পনা সংবাদমাধ্যমে প্রকাশ করা হবে।