পিপলু মারমা, বান্দরবান:
বাংলাদেশের সর্বোচ্চ চূড়াগুলোর অন্যতম কেওক্রাডং পর্বত পর্যটন কেন্দ্র আনুষ্ঠানিক ভাবে উন্মুক্ত করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে এক বর্ণাঢ্য শোভা যাত্রার আয়োজন করা হয়। বান্দরবানের কেওক্রাডং পর্বত পর্যটনকেন্দ্র উন্মুক্ত, বর্ণাঢ্য শোভাযাত্রায় উৎসব মুখর পরিবেশ।স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য সহ হাজারো মানুষ এতে অংশ নেন।
শোভা যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব।
এ সময় বেলুন ও নানা রংয়ে বান্দরবানের পর্যটক বাহী গাড়ি গুলো সাজানো হয় এবং সকাল ৯টায় বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সারি বদ্ধ ভাবে কয়েকটি পর্যটক বাহী গাড়ি পর্যটকদের নিয়ে বান্দরবান জেলা সদর থেকে কেওক্রাডং পর্বত পর্যটন কেন্দ্রের উদ্দেশে রওনা দেয়।
শোভা যাত্রা শেষে কেওক্রাডং চূড়ার পাদদেশে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, কেওক্রাডং শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিক অঙ্গনে পর্যটনের জন্য এক অনন্য সম্ভাবনার নাম। এই পর্যটন কেন্দ্র উন্মুক্ত হওয়ায় দেশি-বিদেশি পর্যটকদের আগমন বৃদ্ধি পাবে এবং স্থানীয় অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।
প্রসঙ্গত: পাহাড়ে রুমা উপজেলা সহ পার্শবর্তী উপজেলা রোয়াংছড়ি ও থানছি উপজেলায় সন্ত্রাসী কার্যক্রম দমনের অভিযানের কারণে জেলায় আগত পর্যটকদের নিরাপত্তার স্বার্থে দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর পরিস্থিতির উন্নতি হওয়ায় ১ অক্টোবর থেকে আবারও পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত হলো বান্দরবান জেলার দুর্গম রুমা উপজেলার কেওক্রাডং পর্বত পর্যটনকেন্দ্র। উৎসবমুখর পরিবেশে কেওক্রাডং পর্যটন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধনী কার্যক্রম সম্পন্ন হয়।