কক্সবাজার: আজ ০১ অক্টোবর। আন্তর্জাতিক প্রবীণ দিবস। কোস্ট ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির আওতায় আজ (০১ অক্টোবর ২০২৫, বুধবার) কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার লেমশিখালী ইউনিয়নে এই দিবসটি উদযাপিত হয়েছে। আয়োজনটি এলাকার প্রবীণ জনগোষ্ঠীর সম্মান ও অধিকার রক্ষায় এক অনন্য উদ্যোগ হিসেবে আলোচিত হয়েছে।
এবারের প্রতিপাদ্য: “বয়স্ক ব্যক্তিরা স্থানীয় ও বৈশ্বিক কার্যক্রমের চালক: আমাদের আকাঙ্খা, আমাদের কল্যাণ এবং আমাদের অধিকার”
এই প্রতিপাদ্যকে ধারণ করে লেমশিখালী ইউনিয়নের প্রবীণদের সক্রিয় অংশগ্রহণে দিনব্যাপী নানা সচেতনতামূলক আলোচনা ও অনুপ্রেরণাদায়ক কার্যক্রম, স্বাস্থ্য সেবা কার্যক্রম ও শ্রেষ্ঠ প্রবীণ সম্মাননা প্রদান করা হয়। প্রবীণদের জীবনের অভিজ্ঞতা, মতামত ও নেতৃত্বকে সম্মান জানিয়ে সমাজ গঠনে তাদের অবদানের মূল্যায়ন করা হয়।
কোস্ট ফাউন্ডেশন বিশ্বাস করে, প্রবীণরাই আমাদের পথ প্রদর্শক এবং আগামী প্রজন্মের জন্য প্রজ্ঞার উৎস। প্রবীণদের পাশে আছি, থাকবো।