আমিনুল হক, সিংড়া (নাটোর):
নাটোর-৩ (সিংড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রফেসর সাইদুর রহমান সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচনী এলাকায় এক মোটরসাইকেল শোডাউন করেছেন। শোডাউনটি মূলত স্থানীয় কর্মী-সমর্থকদের মধ্যে চাঙ্গা ভাব আনতে এবং সাধারণ মানুষের কাছে প্রার্থীর পরিচিতি বাড়াতে করা হয়েছে।
এদিন শোডাউনটি উপজেলার ১২ নং রামানন্দ খাজুরা ইউনিয়নের কইগ্রাম বাজার থেকে শুরু হয়ে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে। এ সময় কর্মী-সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যায়।
শোডাউনে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর আ ব ম আমানুল্লাহ, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক এন্তাজ আলী, ইউনিয়ন জামায়াতের আমীর আহসান হাবীব, ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি শহিদুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন স্তরের
নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা।
নেতৃবৃন্দ শোডাউন চলাকালীন বিভিন্ন স্থানে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে জনগণের সমর্থন কামনা করেন।