আমিনুল হক, সিংড়া (নাটোর):
নাটোরের সিংড়া উপজেলার ৮ নং ইউনিয়নের পুটিমারি গ্রামে পুটিমারী যুবসমাজের এক ব্যতিক্রমী উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো কাগজের নৌকা বাইচ প্রতিযোগিতা। রবিবার, ২৮ সেপ্টেম্বর, বিকাল ৩ টায় পুটিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গদাই নদীতে এই অভিনব ও আনন্দঘন প্রতিযোগিতাটির শুভ উদ্বোধন হয়। যুবসমাজের এই সৃজনশীল প্রয়াস স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।
প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশগ্রহণ করে। নদীজুড়ে সাজসাজ রব আর বাইচ দেখতে আসা উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। কাগজে তৈরি হলেও প্রতিযোগীদের মধ্যে ছিল টানটান উত্তেজনা, আর দর্শকরাও উপভোগ করেন এই ব্যতিক্রমী বাইচের প্রতিটি মুহূর্ত।
এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরকাল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন শেখ। তিনি তার বক্তব্যে যুবসমাজের এমন সৃজনশীল এবং পরিবেশবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজনের ধারা অব্যাহত রাখার জন্য উৎসাহিত করেন।
পুটিমারীর যুবসমাজের এই নতুন ধরনের আয়োজন প্রমাণ করে যে চিরায়ত লোক-সংস্কৃতিকে ধরে রেখেও নতুনত্ব আনা সম্ভব, যা আগামী প্রজন্মের কাছেও লোক-ক্রীড়াকে আরও আকর্ষণীয় করে তুলবে।