শেখ ফরিদ স্টাফ রিপোটার ঃ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার নন্দীগ্রামে জাকের পার্টির নির্বাচনী জনসভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছেন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মীর মুগ্ধ চত্তরে উক্ত নির্বাচনী জনসভা শেষে এক বিশাল র্যালী পৌর শহরের বিভিন্ন পথ প্রদক্ষিন করেন।
অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা জাকের পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠন।
উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ রুস্তম আলীর সভাপতিত্বে এবং পৌর সভাপতি মো, আব্দুল রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা জাকের পার্টির সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুর রশিদ সরদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় সাধারন সম্পাদিকা ও বগুড়া জেলা মহীলা ফ্রন্টের সভানেত্রী মোছা, রেহেনা বেগম, রাজশাহী বিভাগীয় ছাত্রীফ্রন্টের সাধারান সম্পাদিকা ও বগুড়া জেলা সভানেত্রী মোছা, রাবেয়া সুলতানা, বগুড়া জেলা আইনজীবিফ্রন্টের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট লিয়াকত আলী, বগুড়া জেলা জাকের পার্টির সহ-সভাপতি মো, গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক সোহেল সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বগুড়া জেলা যুব সেচ্ছাসেবকফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মো, সাখাওয়াত হোসেন রতন, উপজেলা ছাত্রফ্রন্টের সভাপতি মো, সোহেল রানা, জাকের পার্টি নেতা ফরিদ উদ্দিন শেখ প্রমূখ।