পিপলু মারমা বান্দরবান
আজ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতনীদের মাঝে পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির উপজাতি বিষয়ক সম্পাদক মিসেস মাম্যাচিং।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু লুসাইমং, জসিম উদ্দিন তুষার, আবিদুর রহমান, রিটল বিশ্বাস, শাহাদাত হোসেন, চনুমং বাবু, এডভোকেট আলমগীর চৌধুরী, আইয়ুব কমিশনার, মোঃ সফি, মোরশেদ বিন ওমরসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজু কর্মকার এবং সঞ্চালনা করেন উজ্জ্বল কুমার নাথ।
বক্তারা শারদীয় দুর্গাপূজার গুরুত্ব তুলে ধরে সর্বস্তরের মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান জানান।