June 22, 2025, 2:14 am

কালিহাতীতে হারানো Redmi মোবাইল উদ্ধার, প্রযুক্তির ব্যবহারে পুলিশের সফলতা

Reporter Name
  • Update Time : Wednesday, May 21, 2025
  • 96 Time View

সৈয়দ মহসীন হাবীব সবুজ,
বিশেষ প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতী থানার পুলিশ তথ্যপ্রযুক্তির সুচারু ব্যবহারে এক হারানো মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে। মঙ্গলবার (২০ মে) বিকেল ৪টায় কালিহাতী থানা প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মাধ্যমে উদ্ধারকৃত Redmi Note 13 মডেলের স্মার্টফোনটি মালিকের প্রতিনিধির জিম্মায় হস্তান্তর করা হয়।

কালিহাতী থানার ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা এএসআই মো. রেজাউল করিম এ সময় উপস্থিত থেকে মোবাইলটি হস্তান্তর করেন।

জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি ঢাকার বাসিন্দা মাহবুবা হক তার পিতা-মাতাসহ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া গ্রামে নানা বাড়িতে বেড়াতে এলে কোনো এক সময় তার মোবাইলটি হারিয়ে যায়। পরবর্তীতে ১০ মার্চ ঢাকার খিলক্ষেত থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ৬০৭) করা হয়।

জিডির তথ্য কালিহাতী থানায় প্রেরণের পর তদন্তের দায়িত্ব পান এএসআই মো. রেজাউল করিম। প্রযুক্তিনির্ভর অনুসন্ধানের মাধ্যমে তিনি মোবাইলটির অবস্থান শনাক্ত করে কালিহাতীর নারান্দিয়া এলাকা থেকে তা উদ্ধার করতে সক্ষম হন।

চমৎকার এই অভিযান শেষে, যেহেতু মোবাইলের মালিক ঢাকায় অবস্থান করছিলেন, তাই তার মামা ও পেশায় সাংবাদিক সৈয়দ মহসীন হাবীব সবুজের জিম্মায় মোবাইলটি হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, পুলিশের এমন তৎপরতা ও প্রযুক্তির যথাযথ ব্যবহারে সাধারণ জনগণের মাঝে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

সৈয়দ মহসীন হাবীব সবুজ
বিশেষ প্রতিনিধি
০১৭১০৪৯৭০৫২

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories