নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের রানীগাও এলাকায় চলছে প্রকাশ্যে অবৈধ বালুর বাণিজ্য। রাজনৈতিক ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে এ ব্যবসা চালিয়ে আসছে একটি প্রভাবশালী চক্র।
অভিযোগ উঠেছে, পোগলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিএনপির যুবদলের সহ-সভাপতি দেলোয়ার মিয়া এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক দলের নেতা হবি মিয়া এ বালুর ব্যবসা নিয়ন্ত্রণ করছেন। যদিও বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব বারবার অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে, স্থানীয় পর্যায়ে সেই নির্দেশ অমান্য করেই চলছে এই ব্যবসা।
এলাকাবাসী জানায়, প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত নদী থেকে নৌকায় করে বালু তোলা হয়। পরে বিভিন্ন এলাকায় বিক্রি করা হয়। এতে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। পাশাপাশি নদীভাঙন তীব্র আকার ধারণ করছে, কৃষিজমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়ছে এবং গ্রামীণ সড়কগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
প্রতিবাদ জানাতে গেলে স্থানীয়রা হুমকির মুখে পড়েন বলেও অভিযোগ রয়েছে। এ বিষয়ে দেলোয়ার মিয়াকে জিজ্ঞাসা করা হলে তিনি দাবি করেন, “আমার কাছে বালু আনা হচ্ছে আমার এলাকায়। তবে প্রশাসনের হাতে তুলে দেওয়ার অনুরোধ করলে তিনি তা মানতে অস্বীকৃতি জানান।
স্থানীয় সচেতন মহল বলছেন, রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে অবৈধ বালুর ব্যবসা চালানো হচ্ছে। এভাবে চলতে থাকলে পরিবেশ, কৃষি এবং গ্রামীণ অবকাঠামো ভয়াবহ সংকটে পড়বে।
এলাকাবাসী ও সংশ্লিষ্টরা অবিলম্বে অবৈধ বালুর ব্যবসা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন।