স্টাফ রিপোর্টার, কক্সবাজার:
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সরকারি শিশু পরিবারের কক্সবাজারের মেধাবী নিবাসীদের সম্মাননা জানাতে ও উৎসাহ প্রদান করতে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কক্সবাজার সরকারি শিশু পরিবার (বালিকা) প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা সমাজসেবা কার্যালয়, কক্সবাজার এবং সরকারি শিশু পরিবার (বালিকা), কক্সবাজার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব কাজী নাজিমুল ইসলাম, পরিচালক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়, চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আবদুল আউয়াল, সহকারী পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, কক্সবাজার; জনাব মোঃ মনিরুল ইসলাম, উপপরিচালক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়, চট্টগ্রাম; এবং জনাব জহিরুল হক খান, প্রধান শিক্ষক, খুরুলিয়া উচ্চ বিদ্যালয়, কক্সবাজার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীরা প্রতিকূল পরিবেশেও শিক্ষা অর্জনে অসাধারণ সাফল্য দেখিয়েছে। তারা এবছর এসএসসি পরীক্ষায় শতভাগ পাস করায় অতিথিবৃন্দ সন্তোষ ও গর্ব প্রকাশ করেন।
পরে অনুষ্ঠানে শিশু পরিবারের পাঁচজন মেধাবী শিক্ষার্থীকে প্রতিজনকে তের হাজার টাকা করে মেধাবৃত্তি প্রদান করা হয়, যা বিভাগীয় সমাজসেবা কার্যালয়, চট্টগ্রাম-এর পক্ষ থেকে প্রদান করা হয়।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সরকারি শিশু পরিবার (বালিকা), কক্সবাজারের উপ তত্ত্বাবধায়ক জনাবা তানজিনা আফরিন। বক্তারা ভবিষ্যতেও এই শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং তাদেরকে আরও উচ্চশিক্ষায় এগিয়ে যেতে অনুপ্রাণিত করেন।