কামরুন তানিয়া ও মো:মাসুম :
কক্সবাজার, ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার):
জাতীয় সাংবাদিক সংস্থার ১১ সদস্য বিশিষ্ট রামু উপজেলা কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টায় সংস্থার কক্সবাজার জেলা কমিটির সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক ওসমান গনি ইলি এবং সাংগঠনিক সম্পাদক সালা উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।
নবগঠিত রামু উপজেলা কমিটিতে সাংবাদিক কায়েদ আলম কায়সারকে সভাপতি, ইমরান উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ নোমানকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
সংস্থার কক্সবাজার জেলা কমিটির কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।