নিজস্ব প্রতিবেদক:
আজ ২৫ সেপ্টেম্বর, ২০২৫ – বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব ফার্মাসিস্ট দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “Think Health, Think Pharmacist” বা “স্বাস্থ্য ভাবুন, ফার্মাসিস্ট ভাবুন”।
স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ফার্মাসিস্টরা শুধু ওষুধ বিক্রি করেন না, বরং রোগীর জন্য সঠিক ওষুধ নির্বাচন, সঠিক ডোজ নির্ধারণ এবং সঠিক সময়ে ওষুধ ব্যবহারের বিষয়ে দিকনির্দেশনা দিয়ে থাকেন। তাদের পেশাগত দক্ষতা ছাড়া আধুনিক ও নিরাপদ স্বাস্থ্যসেবা কল্পনা করা যায় না।
এই প্রসঙ্গে হেলপ কক্সবাজার-এর নির্বাহী পরিচালক আবুল কাশেম বলেন, “স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা রোগীর ওষুধ ব্যবস্থাপনায় শুধু সহায়কই নন, বরং সঠিক চিকিৎসা নিশ্চিতের অন্যতম অংশীদার। তাই তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং যথাযথ মর্যাদা দেওয়া সময়ের দাবি।”
বিশ্ব ফার্মাসিস্ট দিবসে স্বাস্থ্যসেবার প্রতিটি স্তরে ফার্মাসিস্টদের অবদানকে স্বীকৃতি জানাতে নানা আয়োজন করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ফার্মাসিস্টদের সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং চিকিৎসা ব্যবস্থায় তাদের আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করা হলে জনগণের স্বাস্থ্যসেবা আরও নিরাপদ ও কার্যকর হবে।
আজকের এই দিনে বিশ্বজুড়ে স্বাস্থ্যখাতের সঙ্গে যুক্ত সবাই ফার্মাসিস্টদের অবদানকে আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে।
#WorldPharmacistsDay #ThinkHealthThinkPharmacist