৩ দিন ব্যাপি রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলন ও মৌলিক প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ এবং বৃক্ষ রোপণ কর্ম সুচী উদ্বোধন করলেন Bangladesh Red Crescent Society(BDRCS)’র মাননীয় চেয়াররম্যান ও কলেজে ব্যবস্থাপনা কমিটির সভাপতি মেজর জেনারেল প্রফেসর ডা. মোহাম্মদ আজিজুল ইসলাম (অব.)।
মিজানুর রহমান ডিগ্রী মহিলা কলেজের উদ্যেগ্যে এবং গাজীপুর রেড ক্রিসেন্ট ইউনিটরে সার্বিক সহযোগীতায় ২৪ সেপ্টেম্বর ২০২৫ বুধবার সকাল ১০.০০ টায় গাজীপুর শ্রীপুরে মিজানুর রহমান ডিগ্রী মহিলা কলেজের ৪৬ জন যুব রেড ক্রিসেন্ট সসদস্যদের নিয়ে ৩ দিন ব্যাপি রেডক্রস রেড ক্রিসেন্ট আন্দোলন এবং মৌলিক প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ এবং বৃক্ষ রোপণ অভিযান উদ্বোধন করা হয়। কলেজের অধ্যক্ষ মাহফুজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর রেড ক্রিসেন্ট সেক্রেটারি জনাব এ এম আশরাফ হোসেন টুলু, ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব সৈয়দ হাসান জুন্নুরাইন সোহেল, গাজীপুর ইউনিট অফিসার ও উপ সহকারী পরিচালক মোল্লা তৌহিদুল ইসলাম নয়ন, জাতীয় সদর দপ্তর যুব রেড ক্রিসেন্ট আহবায়ক কমিটির আহবায়ক মো: রায়হান রহমান, গাজীপুর ইউনিটের যুব প্রধান আল আমিন, উপস্থিত ছিলেন চেয়ারম্যান মহোদয়ের পি এ জনাব মিজানুর রহমান ও কলেজ কমিটির সদস্য বৃন্দ কলেজের শিক্ষক মন্ডলীসহ গাজীপুর ইউনিট ও শ্রীপুর উপজেলা দলের যুব সদস্যবৃন্দ। প্রশিক্ষনটি চলবে ২৪, ২৭ ও ২৮ সেপ্টেম্বর ২০২৫, অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব সদস্য যুই ও রনি।
প্রশিক্ষন উদ্বোধন শেষে মাননীয় চেয়ারম্যান মহোদয় কলেজ প্রাঙ্গনে ইউনিট থেকে প্রেরিত ১০ টি লিচুর চারা এবং ১০ নারকেল এর চার রোপন করেন এই সময় ইউনিট সেক্রেটারী, ইউনিট সদস্য , কলেজ অধ্যক্ষ, ইউনিট অফিসার, জাতীয় সদর দপ্তরের যুব কমিটির আহবায়ক, শিক্ষক মন্ডলী ও যুব সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।