মো: রাজিবুল ইসলাম বাবু, নাটোর প্রতিনিধি :
বাগাতিপাড়া উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা মুন্নার জন্মদিন নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার ২ নম্বর জামনগর ইউনিয়ন পরিষদ ভবনে কেক কাটা ও তবারক বিতরণের মাধ্যমে দিনটি পালিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত থেকে জন্মদিনের শুভেচ্ছা জানান। সামাজিক যোগাযোগমাধ্যমেও দিনভর মুন্নাকে শুভেচ্ছা জানাতে দেখা গেছে দলের নেতাকর্মী ও সমর্থকদের। তারা মন্তব্য করেন, তরুণ নেতৃত্বের মাধ্যমেই জাতীয়তাবাদী রাজনীতির ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে।
নাটোর জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হাফিজুর রহমান শুভেচ্ছা জানিয়ে বলেন, “মাদকমুক্ত বাগাতিপাড়া গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে। মুন্নার মতো তরুণ নেতৃত্ব সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছি।”
স্থানীয় নেতৃবৃন্দ জানান, শিক্ষা, ঐক্য ও প্রগতির স্লোগান বাস্তবায়নে মুন্না দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন। পাশাপাশি তিনি সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত থেকে তরুণ সমাজকে ইতিবাচক পথে উদ্বুদ্ধ করে আসছেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীরা ছাত্রদল নেতা মুন্নাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার দীর্ঘায়ু কামনা করেন।