উশৈনু মারমা
থানচি (বান্দরবান) প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বান্দরবানের থানচি উপজেলার ৪নং বলীপাড়া ইউনিয়নে পূজামণ্ডপে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা ও প্রস্তুতি। প্রতিমা নির্মাণে কুমোররা ইতোমধ্যেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন। রঙ ও অলংকারে প্রতিমাগুলো পেয়েছে নতুন রূপ।
পূজা উদ্যাপন পরিষদ জানিয়েছে, ভক্তদের জন্য অঞ্জলি, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন রাখা হয়েছে। প্রতিদিন সন্ধ্যায় থাকবে শিশু-কিশোরদের জন্য বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা।
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও স্বেচ্ছাসেবকরা যৌথভাবে কাজ করবে। স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।
পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সজল কর্মকার বলেন, “দেবী দুর্গার আগমনে সর্বত্র আনন্দ-উৎসবের আবহ ছড়িয়ে পড়েছে। আমরা আশা করছি শান্তিপূর্ণ পরিবেশে এবারের পূজা সম্পন্ন হবে।”
বলীপাড়াজুড়ে এখন প্রতীক্ষা শুধু মহাষষ্ঠীর ঘণ্টাধ্বনির।