কক্সবাজার :
কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বৃহত্তম কলাতলী সমাজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি এবং কলাতলী ১২ নং ওয়ার্ড দক্ষিণ শাখা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা, কলাতলীর গুণী শিক্ষক ও শান্ত-সৃষ্ট সাদা মনের মানুষ জনাব মাস্টার মফিজুর রহমান হার্টের রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
তাঁর দ্রুত আরোগ্য কামনায় কলাতলী ১২ নং ওয়ার্ড দক্ষিণ শাখা বিএনপির নেতৃবৃন্দের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে শিক্ষক মফিজুর রহমানের সুস্থতা কামনা করে আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
নেতৃবৃন্দ মোনাজাতে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মাস্টার মফিজুর রহমান কলাতলীর শিক্ষা ও সামাজিক অঙ্গনে এক অনন্য ভূমিকা রেখে চলেছেন। তাঁর সুস্থতা ফিরে আসা সমগ্র কলাতলী সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।